কুমিল্লায় বাবার বাড়িতে গিয়ে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মুরাদনগর উপজেলায় এ ঘটনার পর একজনকে গ্রেপ্তার করে শুক্রবার কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার গৃহবধূ আড়াই মাস আগে বাবার বাড়িতে যান। গত সোমবার রাত ৮টার দিকে বাড়ির পাশের টিউবওয়েলে কাজ করতে যান তিনি। ওই সময় স্থানীয় এক যুবক মুখ চেপে ধরে ও হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করেন।
তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরপাড়ে অচেতন অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে গৃহবধূর মা মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে আসামি যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ শাসছুর রহমানের আদালতে শুক্রবার আসামিকে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।